ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।
শনিবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন আ ন ম ফজলুল হাদী সাব্বির, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, বিলকিস ইসলাম ও খালিদ মাহমুদ সজিব প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ভয়াবহ আকারে নারী নির্যাতন বেড়েছে। এসব নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ না করার কারণেই নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। নুসরাতকে যারা পুড়িয়ে মেরেছে সেসব ঘৃণিত ব্যক্তিদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ফরিদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম