ঢাকার ধামরাই উপজেলার চৌহাট রীষি পাড়ার ঐতিহ্যবাহী বংশী নদীতে স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ স্নানোৎসবে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থী এসেছিলেন।
আজ ভোর ৪ টা ১ মিনিট থেকে তিথি শুরু হয়ে স্নানোৎসব শুরু হয়, যা চলে সকাল ৮ টা ৫৮ মিনিট পর্যন্ত। সকাল থেকেই পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে রীষি পাড়া বংশী নদীর পাড় এলাকা। চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই রীষি পাড়া বংশী নদীতে স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতি বছরই বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন। পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজার্চনা, প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপমুক্তির বাসনায় স্নান সমাপ্ত করেন।
উৎসবে বাড়তি আনন্দ যোগাতে নদীর পাড়ের চৌহাট বাজারে আয়োজন করা হয়েছে ৩ দিন ব্যাপী মেলা।
পুরোহিত নরেশ চক্রবর্ত্তী বলেন, কালী পূজার আনুষ্ঠানিকতার পর এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ গঙ্গা স্নান করে থাকেন। প্রতিবছর পহেলা চৈত্র এখানে স্নান হয়ে থাকে। আমরা বিশ্বাস করি এসময়ে এখানে স্নানের ফলে আমাদের পাপগুলো মোচন হবে।
মন্দিরের পুরোহিত শ্রী সুকুমার বাগচী বলেন, “মধু কৃষ্ণ ত্রীয়োদসী তিথিতে করকোলায় গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়।”
এদিকে স্নান উৎসবকে ঘিরে এলাকারজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।
বিডি প্রতিদিন/হিমেল