রাজবাড়ীতে ট্রাকচাপায় সুব্রত (৩৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত সুব্রত পৌর এলাকার সজ্জ্বনকান্দা গ্রামের মৃত নারায়ণ সরকারের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালক আলাউদ্দিনকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন