বাগেরহাটের মোরেলগঞ্জে বরগুনার ৬ রেণু পোনা ব্যাবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ দণ্ডাদেশ দেন। একই সাথে নদীতে অবমুক্ত করা হয়েছে ৬০ হাজার রেণু পোনা।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সোহাগ হাওলাদার (২১), নয়ন দেউড়ি (২৩), সোলায়মান হাওলাদার (২৪), কামরুল হাসান হাওলাদার (২৫), মো. রফিকুল ইসলাম হাওলাদার (২৮) ও মঠবাড়িয়া উপজেলার মো. মুসা জোমাদ্দার (৩২)।
এ ব্যাবসায়ীরা পাথরঘাটা থেকে বাগদা ও গলদার ৬০ হাজার রেণু পোনা নিয়ে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। খবর পেয়ে কোষ্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি দল অভিযান চালিয়ে সন্ন্যাসী এলাকা থেকে তাদেরকে ৩টি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করে মোবাইলকোর্টে তোলেন।
বিডি প্রতিদিন/হিমেল