নুসরাত হত্যাকারী সিরাজ-উদ-দৌলাকে দ্রুত বিচার আইনে ফাঁসিতে ঝুলিয়ে শাস্থির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সেই সাথে নুসরাতের আগুনে পোড়ানোর ঘটনায় দায়ী ওসির বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শনিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পৌরসভার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নেত্রকোনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো একত্র হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা নুসরাকে হত্যার পেছেনে যারা এবং অভিযুক্ত সিরাজকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করেছে সকলকে আইনের আওতায় আনতে দাবি জানান। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিরাজের মতো শিক্ষকদেরও অপসারনের দাবি তোলা হয়। মানববন্ধনে জেলার সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষকসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট দিলুয়ারা বেগম, স্বাবলম্বীর কো-অর্ডিনেটর স্বপন পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, কলেজ শিক্ষক নাজমুল কবীর সরকার, সাংস্কৃতিক কর্মী এটি এম রাজ্জাক, কলেজ শিক্ষক পুরবী সন্মানিত, নারী প্রগতির মৃণাল কান্তি চক্রবর্তী, মহিলা পরিষদের ফাহমিনা সুলতানা, মঞ্জু সরকার, সিপিবির হাবিবুর রহমান, উদীচীর সম্পাদক অসীত সরকার, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মারুফ খান অভ্র, আব্দুর রাজ্জাক, কহিনুর আক্তার, তাপস সরকার, সাইফুল্লাহ এমরান, মো. আলমগীর, অনন্য ঈদ ই আমীন, নীলম বিশ্বাস রাতুল ও পার্থ প্রতিম সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল