ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য নাটোরের নলডাঙ্গা উপজেলায় দুটি স্থানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী তিথিতে গঙ্গা স্নান উৎসবে হাজারোও ভক্ত পূর্ণার্থীদের মিলন মেলা হয়েছে। পাপ মোচনে পুণ্যের আশায় শনিবার সকাল থেকে আশেপাশের জেলা উপজেলা থেকে হাজার হাজার পুর্ণ্যথীদের ঢল নামে সোনাপাতিল ও শ্যামনগর গ্রামের বারনই নদীর পাড়ে।
এ উপলক্ষে বিভিন্ন পূর্ণ্য সামগ্রীর গ্রামীণ মেলা বসে।এজন্য দিনব্যাপী লীলা কীর্তনেরর আয়োজন করা হয়।উৎসব স্থলে ঢাক-ঢোল, শঙখ-কাশিসহ বিভিন্ন বাদ্যযন্ত বাজিয়ে মাঙ্গলিক উলুধ্বনির মধ্য দিয়ে বেলা ১১টা পযন্ত উৎসব পালন করেন বলে জানান স্থানীয়রা।
সোনাপাতিল নাথপাড়া মহাশ্বশান মন্দির কমিটি ও উৎসব কমিটির সাধারন সম্পাদক সত্যজিৎ দেবনাথ জানান,অষ্টমী তিথীতে জগতের সমস্থ পাপ মোচনে ও পূর্ণ্যের আশায় পুর্ণ্যথীরা এ গঙ্গাস্নানৎসবে অংশ নিয়ে আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করেন।
প্রতিবছর বাংলা সনের চৈত্র মাসে গুক্ল পক্ষের অষ্টমী তিথীতে সনাতন ধর্মালবম্বীদের পাপ মোচনে ও পূর্ণ্যের আশায় এ গঙ্গাস্নান উৎসব পালন করেন।অপরদিকে হিন্দুু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্ত আরও পুজা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার