ফরিদপুরের বোয়ালমারীতে বাগান থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এক গৃহবধূ।
শনিবার ভোরে উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা এলাকার একটি বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকতা নবজাতকসহ ওই পরিবারকে তার সরকারি বাসভবনে নিয়ে যান।
পরে ইউএনও মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল ইসলাম নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়-চোপড়, শিশু খাদ্য, ওষুধপত্র কিনে দেন। ইউএনও লালন পালনের জন্য ওই নবজাতককে গৃহবধূ পারভিন বেগমের হাতে তুলে দেন।
পারভিন বেগম বলেন, ভোর ৬টার দিকে রাশেদ কাজীর বাগানের ভিতর বাচ্চার কান্নার শব্দ শুনে এক ভ্যানওয়ালা তাদের খবর দেয়। এ সময় নবজাতকের গলায় পাটের রশি পেচানো ছিল। সেই অবস্থায় উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. গিয়াস উদ্দিনের কাছে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, আল্লাহর অশেষ কৃপায় নবজাতকটি বেঁচে আছে। তাকে সম্ভবত মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন