শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যোগাযোগ ও পাওয়ার ছাড়া শিল্পোন্নয়ন সম্ভব নয়। তাই সড়ক যোগাযোগের পাশাপাশি পরিবহন ব্যয় কমাতে নদীমাতৃক বাংলাদেশ হিসেবে নদীখনন, রেলওয়ে এবং আকাশপথকে আরও আধুনিকায়ন করা হচ্ছে।
তিনি শনিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার হেতেমদী থেকে সাগরদী বাজার সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মাণাধীন সাত কিলোমিটার দৈর্য্যরে সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৫০ লাখ টাকা।
শিল্পমন্ত্রী আরও বলেন, আমাদের ব্লু ইকোনমি সমুদ্রবিজয় প্রচুর সম্ভাবনা নিয়ে আরেকটি বাংলাদেশ হয়ে যাচ্ছে। সেখানেও সরকারের বিশাল পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, জেলা যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ও চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ হিরণ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার