প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ৯ দফা দাবিতে তৃতীয় দফায় ডেমরার রাষ্ট্রায়ত্ব দুই পাটকল শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে। ৯৬ ঘণ্টার ডাকা ধর্মঘটের প্রথম দিনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
এ সময় লতিফ বাওয়ানী জুট মিলস ও করিম জুট মিলের হাজার হাজার শ্রমিকেরা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকে। এ ঘটনায় সড়কে ৪ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। পরে দুপুর সোয়া ১২ টার দিকে শ্রমিকের চলে গেলে পুনরায় যান চলাচল স্বভাবিক হয়। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের প থেকে ৯৬ ঘন্টার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার