২০ এপ্রিল, ২০১৯ ০৯:২৫

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরহাদ আলম (২০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকার পুনাক কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ফরহাদ আলম বগুড়া জেলার সোনাতলা এলাকার বাসিন্দা। 

রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রনি জানান, পুরাতন পুলিশ লাইন এলাকায় পুনাক কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন ফরহাদ আলম। তার স্ত্রী ছয় মাসের অন্তসত্তা। তাই স্ত্রীকে নিজ গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা এলাকায় পাঠিয়ে দেন কিছুদিন আগে। এরপর তিনি একাই সে বাসায় থাকতেন। কিন্তু শুক্রবার বিকাল থেকে মো. ফরহাদ আলমকে (পুলিশ সদস্য নং ৩২৮৫) দেখতে না পেয়ে ঘরে খবর নিতে যান তার সহকর্মীরা। বাইরে থেকে ডাকাডাকি করে না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন সিলিং ফ্যানের সাথে গলায় ফাস দেওয়া অবস্থায় ফরহাদ ঝুলে আছে। তখন গলা ও মুখ থেকে রক্ত ঝড়ছিল। পরে তাকে সবাই রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে দেখে বলেন ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করে ফরহাত। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর