২০ এপ্রিল, ২০১৯ ১৩:২২

নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় জড়িত অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার গ্রামীণ নারীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে সদর উপজেলা কাইলাটি ইউনিয়ন নেটওয়ার্ক দল।

সদর উপজেলার কাইলাটি  ইউনিয়ন নারীদল, মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে মানববন্ধনে ইউনিয়নের শতাধিক নারী পুরুষ অংশ নেন। 

কাইলাটি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারী নেত্রী কোহিনূর বেগম, নেটওয়ার্ক দলের সাধারণ সম্পাদক ইউপি সদস্য খোদেজা আক্তার, পুরুষ দলের সভাপতি আব্দুল হাই, কবি আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও শিক্ষার্থী ফোরামের সদস্যসহ এলাকাবাসী। 

এ সময় বক্তারা অবিলম্বে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। সেই সাথে সম্প্রতি দেশব্যাপী চলমান নারীর প্রতি সহিংসতা বন্ধে এই বিচারকার্য ত্বরান্বিত করারও দাবি জানান। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর