নাটোরের বাগাতিপাড়া উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) হয়ে দীর্ঘ পাঁচ বছর যাবত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ফাইজুল ইসলাম। অফিসে কর্তব্যরত শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আানাম যোগদান করেন গত ২৫/০৩/২০১৩ইং। কিন্তু তিনি নিজ সুবিদার্থে ডেপুটেশন নিয়ে রাজশাহীতে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।
এতে এটিও (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বিভিন্ন বিষয়ে অনভিজ্ঞতার কারণে অফিসে চরম অচলাবস্থা বিরাজ করছে। এই বিভাগে সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) কর্মরত আছেন ২ জন। এর মধ্যে ১ জন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করায় অন্য ১ জন (এটিও) দ্বারা ৫৬ টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা একার পক্ষে সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষানুরাগী বলেন, অত্র উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদটি শূন্য থাকায় নিয়মিতভাবে সব বিদ্যালয়গুলো পরিদর্শন করতে পারছেন না তারা। সেই সুযোগে কিছু সুবিধাভোগী শিক্ষকেরাও বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকে বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে আসেন। বিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র/ছাত্রীর উপস্থিতির কথা থাকলেও উপস্থিতি হার কম লক্ষ করা যাচ্ছে। শিক্ষা অফিসের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) পদটি দীর্ঘ সময় শূন্য থাকার কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন সচেতন মহল।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদটি শূন্য রয়েছে। মাত্র দুজন সহকারি শিক্ষা অফিসার (এটিও), অফিস সহকারি ও একজন পিওন দিয়ে চলছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম।
অপর দিকে নাটোর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী একজন শিক্ষা কর্মকর্তা/সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও/টিও) একই স্টেশনে সর্বোচ্চ তিন বছর থাকতে পারেন। এদিকে বাগাতিপাড়া উপজেলা শিক্ষা অফিসের এটিও মো. ফাইজুল ইসলাম প্রায় পাঁচ বছর যাবৎ একই উপজেলায় কর্মরত থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন ও এটিও মো. মজনু মিয়া তিনিও প্রায় চার বছর একই স্টেশনে রয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাগাতিপাড়া শাখার সেক্রেটারি প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন দাবি করেন, একটি বাড়ির অভিভাবক না থাকলে সেই পরিবারের যে অবস্থা হয়, ঠিক আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতেও একই অবস্থা বিরাজ করছে। আমাদের একজন পূর্ণাঙ্গ শিক্ষা অফিসার প্রয়োজন। তাহলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে বাগাতিপাড়া শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি করা সম্ভব হবে।
স্থানীয় সংসদ সদস্য নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়্যারম্যন বাগাতিপাড়া, নাটোর মহোদয়সহ উর্দ্ধতন কতৃপক্ষের কাছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের শূন্য পদটি পূরণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সচেতন মহল ও এলাকাবাসী।
বিডি প্রতিদিন/ফারজানা