বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, চলমান পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলের প্রতিটি ইউনিটে নতুন নেতৃত্ব আনবে বিএনপি। এজন্য প্রত্যেক ইউনিটে কাউন্সিল হবে। সেখানে তৃণমূল নেতারা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। দলকে শক্ত সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড় করাতে
এবার তৃণমূলে নতুন নেতৃত্ব আনবে বিএনপি। আগের মতো কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হবে না। প্যাকেটের বিনিময়ে পকেট কমিটিও হবে না।
সোমবার নাটোর শহরের আলাইপুরের অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি’র সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সদর থানা বিএনপি’র সভাপতি রহিম নেওয়াজ, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে এম কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম হাসান পরশ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৯/মাহবুব