চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী গ্রামে বাড়ির পাশের গর্তে ডুবে মামাতো-ফুফাদো ভাই-বোন মারা গেছে। আজ সোমবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কবিখালী গ্রামের মহসিন আলীর মেয়ে অহনা খাতুন (৮) ও তার ফুফাতো ভাই ইমন হোসেন (৯)।
স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন জানান, আজ সোমবার সকালে অহনা ও ইমন বাড়ির পাশে আম বাগানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তারা পাশের ছোট গর্তে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা বেশ কিছুক্ষণ তাদের খোঁজাখুঁজি করে। একপর্যায়ে গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার