মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে ভালো করেছে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়া জেলা শহরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্তদের জয়জয়কার অবস্থা।
সোমবার ফল প্রকাশ করার পর থেকে স্কুলে শিক্ষার্থীদের বেশ উৎসব করতে দেখা যায়। স্কুলের শিক্ষকবৃন্দও ছিল উৎফুল্ল।
বগুড়া জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হারে বগুড়া সাফল্য অর্জন করেছে। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪৬ জন। বগুড়া জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৩১ জন।
বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, স্কুল থেকে এবার ৪৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২৬১ জন।
বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ থেকে ২৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ পাশের সাথে জিপিএ ৫ পেয়েছে ২০২ জন।
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের ১৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এতে ১৬১ জন পাশ করে। পাশকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।
বিডি প্রতিদিন/হিমেল