এসএসসি পরীক্ষার ফলাফলে জেলার শীর্ষ স্থান দখল করেছে রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়। এবছর এ স্কুল থেকে ২৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন, এ গ্রেড পেয়েছে ৪৫ জন। আর পাশের হার শতভাগ।
দ্বিতীয় স্থানে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ এবং জিপিএ ৫ এও শতভাগ। তৃতীয় স্থানে আছে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩৮ জন জিপিএ-৫ সহ পাশের হার ৯৯.১৮।
জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, বিদ্যালয়গুলোর ভাললো ফলাফলে জেলার সম্মান বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য চেষ্টা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল