শরীয়তপুর নড়িয়া উপজেলার ৫ হাজার ৫০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করলেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়িয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, নড়িয়ার মানুষকে পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এর আগে ঘূর্ণিঝড় ফণীর কারণে পদ্মা নদীর তীর রক্ষার কাজে কিছুটা বাঁধা সৃষ্টি হয়েছিল। আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ যারা ব্যাংক ও এনজিও থেকে লোন এনেছে তাদের কাজ থেকে চড়া সুদ নেওয়া যাবে না। যদি কেউ তা নেয় তাদের আইনের আওতায় আনা হবে। ডিসেম্বর মাসে মধ্যে চর অঞ্চলসহ শরীয়তপুর জেলার প্রতেকের বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করছে সরকার।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্রদের কথা ভাবেন। তাই অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন প্রধামন্ত্রী।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী আব্দুল ওহাব ব্যাপারী, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজ্বী হাছান আলী রাড়ী, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার ।
এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা, জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন