সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে শ্রমিক লীগের কর্মী শাহাব উদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শাহাব উদ্দিন ছাতক পৌর এলাকার আব্দুস সোবাহানের ছেলে।
মঙ্গলবার রাতে ছাতক পৌর শহরের জালালিয়া মাদরাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন