ফরিদপুরের নগরকান্দায় ফিল্মি স্টাইলে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে এলাকার ৫ যুবকের বিরুদ্ধে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, ওই স্কুলছাত্রীকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নে পার্শ্ববর্তী বড় পাইককান্দী গ্রামের মজিবর খানের ছেলে সাগর খান প্রেম নিবেদনসহ উক্ত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় এবং তাকে অপহরণ করবে বলে নানাভাবে ভয়ভীতি দেখায় সাগর।
ছাত্রীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার কোচিং যাওয়ার পথে নগরকান্দা-পুরাপাড়া আঞ্চলিক সড়কে সাগর তার ৪ বন্ধু মিলে মাইক্রোবাস নিয়ে আগে থেকেই অপেক্ষায় ছিল। ওই ছাত্রী ঘটনাস্থলে পৌঁছা মাত্রই মুখ চেপে ধরে মাইক্রোবাসে তোলে তারা। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ধাওয়া করলেও দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৯/মাহবুব