চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক কিশোর।
নিহত হাফিজুর উপজেলার নেহালপুর দোকান পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। আহত কিশোর আবু তালহা নিহত হাফিজুরের ছেলে।
বুধবার সকালে উপজেলার হিজলগাড়ী বাজার এলকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। কিন্তু দুর্ঘটনার পর চালক পালিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন