১৯ মে, ২০১৯ ১৩:৩৯

ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার সকালে করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজ। এতে বক্তব্য রাখেন নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূইয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ভূইয়া প্রমুখ।

অপরদিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় একই দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক অধিকার রক্ষা সংগ্রাম কমিটি। এতে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক আলাল মিয়া।

বক্তারা ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের দাবি জানান। এ সময় ধান পুড়িয়ে কমমূল্যের প্রতিবাদ করেন কৃষকরা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর