২১ মে, ২০১৯ ১৬:০২

দেশের বিভিন্ন স্থানে বিড়ি ভোক্তাদের বিক্ষোভ, কর প্রত্যাহারের দাবি

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে বিড়ি ভোক্তাদের বিক্ষোভ, কর প্রত্যাহারের দাবি

বিড়ির উপর কর প্রত্যাহার ও বিড়িকে কুটির শিল্প ঘোষণার দাবিতে দেশজুড়ে র‌্যালি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিড়ি ভোক্তারা। সোমবার চট্টগ্রাম, ফেনী, কিশোরগঞ্জসহ দেশের কয়েকটি অঞ্চলে মানববন্ধন করেন তারা। এ সময় ভোক্তারা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে সমাবেত হন।

জানা যায়, সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য আফসারুল আমিন এমপির বাসভবনের সামনে মানববন্ধন করেন বিড়ি ভোক্তারা। ভোক্তা পক্ষের সভাপতি জাফর হাসান এর সভাপতিত্বে মানববন্ধনে কয়েকশ' ভোক্তা অংশ নেন।

একই সময় ফেনী বিড়ি ভোক্তা পক্ষ ও বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সংসদ সদস্য নিজাম হাজারীর বাস ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এছাড়া বিকাল ৩টায় কিশোরগঞ্জ ৫ আসনের এমপি আফজাল হোসেন এর বাস ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে গত মঙ্গলবার যশোর মানববন্ধন করেন বিড়ি ভোক্তারা। এসময় তারা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।  

মানববন্ধন থেকে বক্তারা বলেন, ‘বিড়ির উপর সম্পূর্ণ কর প্রত্যাহার করে করতে হবে। ভারতের ন্যায় বিড়িকে কুটির শিল্প ঘোষণা করতে হবে। কম মূল্যে বিড়ি ধূমপান করতে দিতে হবে। বন্ধ বিড়ি কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান কোম্পানির সিগারেটের উপর অতিরিক্ত করারোপ করতে হবে। 

বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর