২১ মে, ২০১৯ ১৬:৪১

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ ৩ নারী আটক

আব্দুস সালাম, টেকনাফ :

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ ৩ নারী আটক

ইয়াবাসহ আটক তিন নারী

কক্সবাজারের টেকনাফে পাচারের সময় তিন হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মো. শাদেক আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চেকপোস্টে যানবাহন তল্লাশি চালায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাস তল্লাশিকালে কয়েকজন যাত্রীকে সন্দেহ হয়। তাদের তল্লাশি করে ওই তিন নারীর পেটে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

আটককৃত নারীরা হলেন টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার জাফর আহম্মদের স্ত্রী নূর হাওয়া (৩৫),  একই এলাকার মৃত মো. ছিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও উত্তর আলীখালী এলাকার জুবাইর হোসনের স্ত্রী সেতারা (৩০)। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৯ লাখ ৪৫ হাজার টাকা। উদ্ধার ইয়াবাসহ আটককৃত তিন নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর