শিরোনাম
২১ মে, ২০১৯ ১৭:০৩

লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ে দুর্নীতির প্রমাণ পেল দুদক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ে দুর্নীতির প্রমাণ পেল দুদক

লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনার তদন্তে মাঠে নেমেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় (আজ) মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করে ওই কার্যালয়ে দুর্নীতি হচ্ছে এমন অভিযোগের সত্যতা পায় দুদক। 

দুদক নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক সোবেল আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

সোবেল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন অনিয়মের তদন্তে এসে সত্যতা পাওয়া গেছে। গ্রাহক হয়রাণি বন্ধে বিআরটিএ কার্যালয়ের সহকারি পরিচালক আনোয়ার হোসেনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কাছ থেকে বিরত থাকাসহ গ্রাহক হয়রানি হবে না বলে মুচলেকা দেন বিআরটিএ’র ওই কর্মকর্তা। এছাড়া দালাল ও টাকা ছাড়া সেবা না পাওয়ার প্রমাণ পেয়ে অফিস সহকারি মাহবুবকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা। 

এদিকে এর আগে ‘দুর্নীতির আখড়া লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়’ এ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর