২১ মে, ২০১৯ ১৯:৫৭

লামায় সরকারিভাবে ধান ক্রয় শুরু, লক্ষ্যমাত্রা ৭৪ মেট্রিক টন

লামা (বান্দরবান) প্রতিনিধি :

লামায় সরকারিভাবে ধান ক্রয় শুরু, লক্ষ্যমাত্রা ৭৪ মেট্রিক টন

লামায় সরকারি ভাবে ধান ক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার এ ধান সংগ্রহ-২০১৯ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। উপজেলা থেকে পৃথকভাবে সর্ব মোট ৭৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

জানা গেছে, প্রতি কেজি ধান ২৬ টাকা হারে প্রতি মণ ১ হাজার ৪০ টাকা নির্ধারিত দামে ধান ক্রয় করছে সরকারি প্রতিষ্ঠান খাদ্য বিভাগ। খাদ্য বিভাগ সরাসরি এসব ধান সংগ্রহ করছে। 

লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম জানান, ২০ মে হতে চলতি মৌসুমের বোরো ধান ক্রয় শুরু হয়েছে এবং এই ধান ক্রয় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। লামা খাদ্য গুদাম লামা পৌরসভা, গজালিয়া, লামা সদর, ফাঁসিয়াখালী, সরই, রুপসীপাড়া ইউনিয়নের কৃষক হতে মোট ৫৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া আজিজনগর খাদ্য গুদামে আজিজনগর ও ফাইতং ইউনিয়ন হতে ১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা খাদ্য পরিদর্শক মংহ্লাপ্রু মার্মা, লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম, খাদ্য বিভাগের এএসআই উপচিং মার্মাসহ প্রমুখ। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর