২২ মে, ২০১৯ ১৪:৪৩

নেত্রকোনায় আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস

আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য দিবস উপলক্ষে বুধবার দুপুরে নেত্রকোনায় আলোচনা সভা ও প্রাণ বৈচিত্র্য রক্ষাকারী ৫ জনকে সন্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এর আয়োজন করেছে। এ সময় খাদ্য স্বাস্থ্য সুরক্ষায় আমাদের প্রাণ বৈচিত্র্য বিষয়ক বিষদ আলোচনা করা হয়।

এতে বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এছাড়াও প্রকৃতি বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক মতিন্দ্র সরকার, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান সহ অন্যান্যরা।

এ সময় আলোচনা অনুষ্ঠানে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রাণ বৈচিত্র্য তুলে ধরা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর