২২ মে, ২০১৯ ২১:৪৫

বিএসএফ'র হাতে বাংলাদেশি যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএসএফ'র হাতে বাংলাদেশি যুবক আটক

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চোসপাড়া সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে এক বাংলাদেশি যুবক আটক হয়েছে।

বুধবার চোসপাড়া সীমান্তের ৩৭৯ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে মিস্টার ওরফে ল্যাংড়া মাসুদ ভারতে প্রবেশ করলে বিএসএফের ১৭১ নম্বর ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে

আটককৃত যুবকের নাম মিস্টার ওরফে ল্যাংড়া মাসুদ (২২)। সে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ইউনিয়নের চড়–ইগাতি গ্রামের নিজামউদ্দিনের ছেলে।

বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম সামিউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, আজ বুধবার ভোরে মিস্টার ওরফে ল্যাংড়া মাসুদ চোসপাড়া সীমান্তের ৩৭৯ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের ১৭১ নম্বর ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে। পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বিজিবি’র এই অধিনায়ক।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর