২৭ মে, ২০১৯ ১৭:০৯

কাহালুতে কৃষকের বাড়ি গিয়ে ধান ক্রয় করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

কাহালুতে কৃষকের বাড়ি গিয়ে ধান ক্রয় করলেন ইউএনও

বগুড়ার কাহালু পাল্লাপাড়া গ্রামে গিয়ে সোমবার সরাসরি কৃষক মাজেদ আলীর কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। 

এ সময় উপস্থিত আরও ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাহালু ইউসিসিএলি. এর চেয়ারম্যান কামাল উদ্দিন কবিরাজ, কাহালু খাদ্য গ্রদামের খাদ্য পরিদর্শক মাসুদ রানা, কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী কবিরাজ, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল্লাহ কবিরাজ, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর