মাগুরা শ্রীপুর উপজেলার খামার পাড়া মোসলেম মার্কেটের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পলাশ রায় (২৭), মনিরুল বিশ্বাস (৩০)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খামার পাড়া- টুপিপাড়া গোরস্থান মোড়ে নির্মাণাধীন মোসলেম মার্কেটের সেপটিক ট্যাঙ্কে পলাশ রায় সকালে কাজ করতে নামলে গ্যাসোক্রিয়ায় শ্বাসকষ্ট থেকে বাচার জন্য চিৎকার করে। এ সময় মনিরুল বিশ্বাস তাকে বাচাতে নামলে তিনিও আক্রান্ত হয়ে ঘটনাস্থলে দু’জনেই মারা যান।
পরবর্তীতে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্মব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।
নিহত পলাশ শ্রীপুর উপজেলার চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের ছেলে ও মনিরুল একই উপজেলার টুপিপাড়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে।
এদিকে, মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মোল্যা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহাগ মোল্যা নিহত হয়। সে শালিখা উপজেলার ছানি আড়াপাড়া গ্রামের ওহাব মোল্যার ছেলে।
বিডি প্রতিদিন/কালাম