শরীয়তপুর জেলার একমাত্র নড়িয়া উপজেলার কোলকাঠি মডার্ন ফ্যান্টাসি কিংডম একটি সামাজিক বিনোদন কেন্দ্র। যেখান থেকে পদ্মা নদী মাত্র এক কিলোমিটার দূরে, বিনোদন কেন্দ্রটি রয়েছে নদী ভাঙ্গনের হুমকিতে। কম খরচে ঈদ উপলক্ষে ঘুরে আনন্দ ভোগ করতে পেরে খুশি দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীরা। প্রতি বছরের মত এবার ও নতুন নতুন পশু পাখি, রাইট, ওষুধি গাছসহ রয়েছে নানা ধরনের উপকরন। এ বিনোদন কেন্দ্রটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব বলে দাবি করেন ডাক্তার আলমগীর মতিন।
ঈদ উপলক্ষে শরীয়তপুরের একমাত্র বিনোদন কেন্দ্র মডার্ন ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিন বৃষ্টির হানায় দর্শনার্থী ছিল কম। তবে সেই তুলনায় ঈদের পরদিন সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় পুরো এলাকা জুড়ে। বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাড়তি বিনোদনের আশায় সকাল থেকেই প্রিয়জনদের নিয়ে মডার্ন ফ্যান্টাসি কিংডম এসেছেন বিনোদনপ্রেমীরা। প্রবেশের পর এদিক-সেদিক ঘুরে কেউ গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন, কেউ পিপাসা মেটাতে দোকানে পানির জন্য ভিড় জমিয়েছেন। অনেকে আবার ছাউনির নিচে বসে বাড়ি থেকে আনা খাবার খাচ্ছেন।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বিশাল অজগর সাপ, কুমির, বানর, চিতাবাঘ, ময়ূর, সজারু, ভাল্লুক, কচ্ছপ, উটপখি, ইমু পাখি, কালিম পাখি, খরগোশ, গিনিপিগ, সজারু, ব্যাঙ, বিদেশি ছাগল, ভেড়া, ঘোড়া, বক্সার ডক এবং অ্যাকুরিয়ামে বিদেশ থেকে আনা বিভিন্ন প্রজাতির মাছসহ বেশ কয়েকটি সেডের সামনে ভিড় জমায়। তাদের কেউ কেউ অতি উৎসাহী হয়ে প্রাণীদের খাবার দিচ্ছেন। এছাড়া মডার্ন ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে আকর্ষণ বিশালাকৃতির খাঁচায় সুন্দরবনের ২০টি হরিণ, সঙ্গে হরিণ শাবক দেখার জন্য ভিড় জমিয়েছে।
এখানে যেকোনো সভা, প্রশিক্ষণ, কর্মশালা পরিচালনার জন্য অডিটোরিয়াম এবং কফি হাউজ রয়েছে। শিশুরা সুপার চেয়ার, স্পীড বোট, শিশু রাইড, ওয়াটার হুইল, ট্রেন, ক্যাবল কার, ওয়াটার রাইট, হাওড়া ব্রিজ, মেরি গ্রাউন্ডসহ মজার মজার সব রাইডগুলোতে চড়ছে। কয়েক হাজার বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ, ফুল ও ফলের গাছের সাথে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা।
দেখা যায়, ৫০টাকা দিয়ে টিকেট কেটে ভিতরে ঢুকতে হয় দর্শনার্থীদের। উপভোগের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকে। ঘুরতে আসা দর্শনার্থী মিম, সুমা, তপু, নুরুল হক, লিয়াকত শিকদার, নুরে আলম বলেন, আগে শরীয়তপুরে কোন বিনোদন কেন্দ্র ছিল না। ঘুরতে যেতে হলে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে হতো। এখন শরীয়তপুরে মডার্ন ফ্যান্টাসি কিংডম বিনোদন কেন্দ্রটি করা হয়েছে। এখানে চিড়িয়াখানা, ওষুধি গাছসহ শিশুদের জন্য মজার মজার সব রাইড রয়েছে। এখানে এসে বেশ ভালো লেগেছে।
মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও মডার্ন ফ্যান্টাসি কিংডম প্রতিষ্ঠাতা ডা. আলমগীর মতি বলেন, শত ব্যস্ততার কারণে অনেকেরই হয়তো শরীয়তপুরের মডার্ন ফ্যান্টাসি কিংডম দেখা হয়নি। তারা ঘুরে যেতে পারে এখানে। কারণ বিনোদন কেন্দ্রেগুলোতে আসলে মন ভালো থাকে। মাদকসহ বিভিন্ন খারাপ কাজ থেকে মুক্ত হওয়ার যায়গা বিনোদন কেন্দ্র।
তিনি বলেন, শরীয়তপুরের মানুষের কথা চিন্তা করে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ১০০ একর জমির ওপর এটি নির্মাণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম