নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে জায়গা-জমি বিরোধের জেরে বসত ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে তিশা আক্তার (৮) নামের একটি শিশু মারা যায়। হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। হামলাকারীরা ঘরে থাকা অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আহতরা হলেন হুমায়ুন কবির (৬০), কামাল হোসেন (৪০), গুলশান আক্তার (৩০), মো. শাহজাহান (৩০), মো. হারুন (২৮) ও আবু নাছের (২৯)। আহতদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের বাবা মাহমুদুল হাসান বাদী হয়ে ১৩জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। নিহত তিশা আক্তার চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহমুদুল হক কাষ্টমের বাড়ির মাহমুদুল হাসানের মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জায়গা-জমি ও পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় ১৩জনকে আসামি করে নিহতের বাবা একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক