লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও জেলেদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলেদের নিয়ে সচেতনতামূলক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে কোস্টগার্ড বাহিনী পূর্বজোন রায়পুর কন্টিনজেন্ট এ সমাবেশের আয়োজন করে।
কোস্টগার্ড রায়পুর কন্টিনজেন্ট কমান্ডেন্ট অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, সহকারী কন্টিনজেন্ট কমান্ডেন্ট অফিসার মো. সাহম, মৎস্য ব্যবসায়ী মো. নজরুল ইসলাম ফকির, চর আবাবিল রচিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল মোল্যা, সাংবাদিক ও শিক্ষক মো. মোস্তফা কামাল এবং মো. মানিক হোসেন সরদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকারের বেঁধে দেয়া অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। সমাবেশে বিভিন্ন মাছ ঘাট থেকে শতাধিক জেলে, জনপ্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী, মৎস্য আড়ৎদার ও মৎস্যজীবীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক