খাগড়াছড়ির পানছড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে কুপিয়েছে তপন জ্যোতি ত্রিপুরা (২২) নামের এক যুবক। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। অপর দুইজন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাতে পানছড়ির হেলাদুলা পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে। পানছড়ি থানার ওসি মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, স্ত্রী ধানু রানী ত্রিপুরা’র (২০) সাথে দীর্ঘদিন ধরে তপন ত্রিপুর ‘র (২২) পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার রাতে শ্বশুর বাড়িতে এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তপন স্ত্রী ধানু, শ্বশুর মশারা ত্রিপুরা (৫০) ও শ্বাশুড়ি সুমালা ত্রিপুরারক (৪০) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় অবস্থা গুরুতর হওয়ায় মশারা ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। অপর দুইজন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি-প্রতিদিন/শফিক