নাটোরের সিংড়া উপজেলার বড়গ্রামে গাছ থেকে পড়ে হোসেন আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক ওই গ্রামের সাধু প্রামাণিকের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরের বাড়ির পাশে গাছে জাম পারতে উঠে কৃষক হোসেন। এসময় হঠাৎ পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জেনেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার