চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হারদী গ্রামে এক পান ব্যবসায়ীকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিহতের নাম আব্দুস সবুর (৩৭)। তিনি হারদী গ্রামের মৃত পলান মন্ডলের ছেলে।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।
আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান জানান, আব্দুস সবুর পানের ব্যবসা ও কৃষি কাজ করতেন। গরু লালন পালনও করতেন তিনি। শুক্রবার রাতে তিনি তার ঘরে ঘুমিয়ে ছিলেন। দরজা খোলা ছিল। পাশের কক্ষে স্ত্রী ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে আব্দুস সবুরের মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। দুর্বত্তরা আগেই আব্দুস সবুরের স্ত্রীর ঘরের দরোজা বাইরে থেকে সিটকাটি দিয়ে বন্ধ করে রাখে। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যায়।
পুলিশের ধারণা, লোহার রড জাতীয় কিছু দিয়ে আব্দুস সবুরের মাথায় আঘাত করা হয়েছে। কারা কেন হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশের ময়নাতদন্তের পর হত্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানায়। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই জিয়াউর রহমান।
বিডি প্রতিদিন/কালাম