“ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ গৌতম রায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা-ই-জান্নাত তনু, জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আনিসুল ইসলাম প্রমুখ।
জেলার ৭টি উপজেলায় ১ হাজার ৬শ’ ৯২টি কেন্দ্রে এক সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়নো হয়।
জামালপুরে ৩ লাখ ১৪ হাজার ২শ’ ৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৪ হাজার ২শ’ ৩ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৩ জন।
৬-১১ মাস বয়সী শিশুদেরকে ২টি করে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি কলে নীল ক্যাপসুল খাওয়ানো হয়।
বিডি প্রতিদিন/কালাম