২০১৮-১৯ সালের রাজস্ব খাতের অর্থায়নে নেত্রকোনায় মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ভাওয়াল বিলে দেশীয় জাতের পোনা অবমুক্ত করেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।
পোনা অবমুক্ত করা উপলক্ষ্যে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মৎস্য অধিদফতর। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী বলেন, দেশীয় মাছের চাহিদা মেটাতে বিভিন্ন অঞ্চলে মাছের অভয়াশ্রম করা হচ্ছে। এরই অংশ হিসেবে ভাওয়াল বিলেও পোনা মাছ অবমুক্ত করা হলো।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খান, জেলা মহিলা লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক