ভালুকায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. একরাম উল্লাহ উপস্থিত ছিলেন। মো. একরাম উল্লাহ জানান, সারা উপজেলায় এ কর্মসূচি সফল করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম রাউন্ডে ৭০ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক