টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খান। এ সময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্রসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার ৩ হাজার ১৬টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ১০ হাজার সাত শত ১৯ জন কর্মী এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এ কর্মসূচিতে ৫৪ হাজার ৫০০ শিশুকে একটি করে নীল রং ও ৫৩ হাজার ৯৪৫ জন শিশুকে একটি করে লাল রং’র ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক