বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এ সময় র্যালিতে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। র্যালিতে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ