আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাসের চিত্র তুলে ধরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জন্মের পর থেকেই আওয়ামী লীগ শোষিত মানুষের জন্য লড়াই করছে। শোষিত মানুষের মুক্তি আনতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মনে করেছিল শোষিত মানুষদের শাসন করে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসকদের কাছে মাথা নত করে নাই। তাই আজ দেশ ও উন্নয়ন অগ্রগতিরে দিকে এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য আনন্দ র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
এরপর হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে দিনাজপুর জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বর্ণাঢ্য আনন্দ র্যালিপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি অ্যাড. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি বজলুল হক, মো. আলাউদ্দিন, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মির্জা আশফাক, সাবেক এমপি সুলতানা বুলবুল, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগ সভাপতি রাশেদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৯/মাহবুব