কু-প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার সকালে বিলকিস খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে মতিয়ার রহমান নামে এক লম্পট। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে। আহত গৃহবধূ বর্তমানে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিলকিস খাতুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই মতিয়ার আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। রবিবার সকালেও সে আমার খারাপ কথা বলে। আমি প্রতিবাদ করায় মতিয়ার ও তার ভাই আব্দার এবং ফিরোজ মারধর করে। লম্পট মতিয়ার হরিশপুর গ্রামের পুটে মন্ডলের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, আহত গৃহবধূ এখনো অভিযোগ বা মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার