বরিশালের বাকেরগঞ্জে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে গাড়ুরিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ‘গর্বিত বাকেরগঞ্জ বন্ধু সংগঠন’ নামে একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা কলেজ ছাত্রী ফারজানা আক্তার ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবীতে ওই এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা।
উল্লেখ্য,বাকেরগঞ্জের গাড়ুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামের বাসিন্দা শিয়ালঘুনি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্রী ফারজানা আক্তারকে গত ১২ জুন রাতে ধর্ষণ করে স্থানীয় ৫ বখাটে যুবক। এ ঘটনার পর ফারজানাকেবকাঝকা করে তার অভিভাবকরা। ক্ষোভে-অভিমানে-লজ্জায় ওই রাতেই সে সবার অজ্ঞাতে বিষপান করে। ১৬জুন শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ মানববন্ধনকারীদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন