কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগান এলাকায় কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে আবুল বশর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য জানে আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ৯টার দিকে একটি হাতির পাল লোকালয়ে হানা দেয়। কায়দংপাহাড়ে আসার পর হাতিগুলো গাছের কাঁঠাল খাচ্ছিল। কাঁঠাল রক্ষা করার জন্য হাতি তাড়ানোর চেষ্টা চালান আবুল বশর। এসময় রাগান্বিত হয়ে একটি হাতি তাকে উল্টো ধাওয়া করে শুঁড় দিয়ে আছড়া দেয়। এতে এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়েছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন