চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আড্ডা-আমনুরা সড়কের ভোলার মোড়ে রাস্তা পাড় হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় বজলুর রহমান (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান নাচোল উপজেলার রাজবাড়ী হাট মোহাম্মদপুর দিঘিপাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে।
জানা যায়, আড্ডার দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বজলুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে নাচোল থানা পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে নাচোল থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন