গাজীপুরের টঙ্গী ব্যাংকমাঠ বস্তিতে পুলিশি অভিযানে আজ রবিবার সকালে চিহিৃত মাদক ব্যবসায়ীদের ২৫টি বসত ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে নারী মাদক কারবারি জমিলাকে ৫০পিস ইয়াবাসহ আটক করে।
এ অভিযান আজ সকাল থেকে দুপুর পর্যন্ত চলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চলে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার অফির্সার ইনচার্জ মো. কামাল হোসেন, ইন্সপেক্টর(অপারেশন) সুব্রত কুমার পোদ্দারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার