জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে ফুল মোহাম্মদ বাবু (২২) নামে এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন।
রবিবার বিকেলে শহরতলীর ঝিনাই ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফুল মোহাম্মদ বাবু মেলান্দহ উপজেলার নাংলা গোবিন্দপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, মেলান্দহ উপজেলার নাংলা গোবিন্দপুর গ্রামের ওই গার্মেন্টকর্মী ঢাকায় যাওয়ার উদ্দেশে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি জামালপুর শহরতলীর ঝিনাই ব্রীজ অতিক্রমের সময় ব্রীজের লোহার গার্ডারের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে নিচে পড়ে যায় সে। এতে সে ঘটনাস্থলেই মারা যান।
নিহত বাবু গাজীপুরের একটি গার্মেন্ট কারখানায় কাজ করত। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন