বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ।
আজ সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে বিকালে একই স্থানে আলোচনা সভা ও র্যালি বের করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, দপ্তর সম্পাদক মুসলিম প্রমুখ।
অপর দিকে বিকালে সিদ্ধিরগঞ্জের শুমিলপাড়া রেল লাইনস্থ থানা আওয়ামী যুবলীগের কার্যালয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, যুগ্ম সম্পাদক কালিপদ মল্লিক, আওয়ামী লীগ নেতা হোসেন আলম মেম্বার, শিমুলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাস্টার ও শ্রমিক নেতা মোঃ আশরাফ উদ্দিন প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন