শেরপুরের নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ঘটনা ঘটে। লিটনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গলা টিপে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সদ্য সদ্য নির্বাচিত চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের বড় ভাই শাহ ফুয়াদকে প্রধান আসামি করে আরও ৫/৬ জনের নামে নকলা থানায় মামলা হয়েছে।
এদিকে প্রধান আসামিকে গ্রেফতারসহ বিচারের দাবীতে নকলা পৌর পরিষদ পৌর সভার সকল ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় পুলিশি উপস্থিতিতে উত্তেজনা কমলেও শহর জুড়ে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানিয়েছেন, এখন নকলার পরিস্থিতি নিয়ন্ত্রণে। শেরপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু'পক্ষকেই শান্ত থাকতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন