২৬ জুন, ২০১৯ ১৬:২৯

নেত্রকোনায় ‘পরিবেশ রক্ষায় জলাভূমি : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ‘পরিবেশ রক্ষায় জলাভূমি : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার

‘পরিবেশ রক্ষায় জলাভূমি : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজিত অনুষ্ঠানে শহর ও জেলার সব প্রকারের জলাভূমি সংরক্ষণের দাবি জানিয়ে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। 

জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অনুষ্ঠিত সেমিনারে বিষয়বস্তুর উপর নিবন্ধ পাঠ করেন পরিবেশবিদ ও বারশিকের জেলা সমন্বয়কারী মো. অহিদুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন- অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, লেখক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, সম্পাদক তাহেজা বেগম, সাংবাদিক এম ফখরুল হক, ন্যাপ নেতা মোজাম্মেল হক, সাংবাদিক সঞ্জয় সরকার ও দিলওয়ার খান প্রমুখ। 

পরে এ সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর